রিপোর্ট: ঝালকাঠি প্রতিনিধি::
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনায়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সুলতান হোসেন খান।
এ বিষয় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ১৯৯৬ সালের সম্মেলনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য হই। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হই ও এখন দলের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থেকে দলীয় কর্মকান্ড পরিচালনা করছি। বিগত ৫ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উপজেলা পরিষদ থেকে কোনো টাকা পয়সা নেইনি। শুধু তাই নয় আমি দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে প্রতিনিয়ত ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম তথা তৃনমূল নেতাকর্মীদের খবর রেখেছি। আমি নেতা নয় আমি জনগনের সেবক বিগত দিন থেকে আমি জনগনের সেবক হিসেবে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।তাই আবারও জনগনের সাড়া পেয়েই আমি নির্বাচনে চেয়াম্যান পদে মনোনায়ন পত্র সংগ্রহ করেছি।
আমার দৃঢ় বিশ্বাষ যে, আমি আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে। দল থেকে আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব।
সুলতান হোসেন খানের পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনে আসার বিষয়ে কয়েকটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে জানতে চা্ওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, আমরা যতদূর জানি জেলা থেকে ৪জন নেতা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে আসার জন্য দলীয় মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন।তাদের মধ্যে সুলতান খান আ্ওয়ামীলীগের পুরাতন ও ত্যাগী কর্মী। আওয়ামীলীগের দু:সময়ে এই সুলতান ভাই দলীয় স্বার্থ রক্ষার্থে ঝালকাঠিতে অনেক অবদান রেখেছেন। বিগত ৫বছর চেয়ারম্যান থাকা কালীন তার কোন দূর্নীতি চোখে পরেনি বরং তিনি আমাদের মত তৃনমূল নেতা কর্মীদের খবরা-খবর রনয়েছেন। দল থেকে তাকে মনোনায়ন দেয়া হলে অবশ্যই তার নির্বাচন করবো। আমরা চাই একটি সুন্দর পরিবেশে সকলের অংশগ্রহনের মাধ্যমে সুষ্টু নির্বাচন।
একটি মন্তব্য পোস্ট করুন