আব্দুর রউফ রিপন, নওগাঁ : নওগাঁয় জেলা প্রশাসন ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির উদ্যোগে বিনিযোগ বিকাশের লক্ষ্যে নওগাঁ জেলার তরুন উদ্যোক্তাদের ষ্টার আপ ইন্ট্রিপ্রিনিয়ারশিপ বিষয়ক প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমান। মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশসাক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক রেজাউল হাসান, তরুন উদ্যোক্তা আরিফ মো. ইমন, রাহিদুজ্জামান ও নারী উদ্যোক্তা নাহিদ সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় চেম্বারের পরিচালকবৃন্দ, নতুন উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন