ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের সকলের প্রিয় ডা.আফজাল হোসেন (৭০) আর নেই। ধামইরহাট বাজারের পল্লী চিকিৎক আফজাল হোসেন গত রবিবার রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে---রাজেউন)। তিনি দির্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,৫মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় ধামইরহাট বালিকা বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে উত্তর চকযদু কবরস্থানে দাফন করা হয়। আফজাল হোসেন ১৯৭৮ সাল থেকে ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামে বাই সাইকেল চালিয়ে রোগির বাড়ীতে গিয়ে চিকিৎসা সেবা দিতেন। গরীব অসহায় রোগিকে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
একটি মন্তব্য পোস্ট করুন