মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা। রবিবার ভোরে উপজেলার আদিবাসীপাড়া এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. রহমত উল¬াহ এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৫ হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদিবাসীপাড়া নামক এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদক কারবারি পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। যার সিজার মূল্য-৫৮,০০০/- টাকা। বিজিবি-১৪ পতœীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রাখা হয়েছে। পরে, প্রচলিত নিয়ম অনুযায়ী আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন