নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাচনে আ’লীগের প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান পদে আজাহার আলী জয়ী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে আজাহার আলী মন্ডল বিজয়ী হয়েছে। গত শনিবার রাত ৮টায় ধামইরহাট চাউল কলে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রার্থী বাছাই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন অংশ গ্রহণ করেন। আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের ভোটারদের প্রত্যক্ষ ভোটে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো.আজাহার আলী মন্ডল ৭৯ ভোট,অপর সাংগঠনিক সম্পাদক আনম আফজাল হোসেন ৬৫,থানা আ’লীগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম ৪৭ ভোট এবং দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর ২ ভোট পায়। নির্বাচনে ২১০ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৪টি ভোট বাতিল হয়। নির্বাচন পরিচালনা করেন নওগাঁ জেলা আ’লীগের সহসভাপতি নির্মল কৃঞ্চ সাহা,সহদপ্তর সম্পাদক বকুল হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.শাহেদ রফিক পাভেল। এব্যাপারে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নির্মল কৃঞ্চ সাহা বলের,তিন সদস্য বিশিষ্ট প্যানেল জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচনী বোর্ড প্রার্থী নির্ধারণে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget