নওগাঁয় কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ

রাায়হান আলম, নওগাঁ : ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ৩ দফা দাবীতে নওগাঁয় মহাসড়কে সবজি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষেভ সমাবেশ করেছেন কৃষকরা। শনিবার বেলা ১২টায় শহরের ব্রিজের মোড়ে প্রধান সড়কে এ কর্মসূচী পালন করেন তারা। বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা  শাখা এর আয়োজন করেন। জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাড. মহশিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী নেত্রী রেবেকা সরেন, কমিউনিষ্ট পার্টির মোমিনুল ইসলাম, ছাত্র ইউনিয়নের রেজোয়ান, উজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ছাড়াও কৃষি উপকরনের সাশ্রয়ী দাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালুর দাবী জানান। পরে তারা নওগাঁয় মহাসড়কে বিভিন্ন রকম সবজি ফেলে সড়ক অবরোধ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget