নওগাঁয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় বাণিজ্য মন্ত্রালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন, নওগাঁ জেলা প্রশাসক মো.মিজানুর রহমান গত শনিবার বিকাল সাড়ে ৫টার সময় মুক্তির মোড় নওযোজান মাঠে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির আয়োজনে তিন দিন ব্যাপী জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানা অফিসার ইর্চাজ আব্দুল হাই, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সহসভাপতি মেলা কমিটির আহবায়ক ময়েজ উদ্দীন খান, কেন্দ্রীয় কমিটির চিফ এক্সিকিইটিভ অফিসার ভ’ইয়া কিসলু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নওগাঁ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, ইমদাদুল হকসহ জেলা ও উপজেলা সমিতির  সকল সদস্য বৃন্দ্র উপস্থিত ছিলেন।
এছারাও মেলাতে জেলা ও উপজেলা পর্যায় থেকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি নওগাঁ জেলা শাখার নিজেস্ব তৈরী পণ্য নিয়ে ৩০টি স্টল দেওয়া হয় । পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজানুর রহমান পরির্দশন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget