মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচীর আওতায় ২০২২ ইং সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে নওগাঁ জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ উপলক্ষে পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে বুধবার সকালে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে হানির সভাপতিত্বে উক্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাফি ফয়সাল তালুকদার, ডাঃ খালিদ সাইফুল্লা, ডাঃ দেবাশিষ রায় সহ ইউপি চেয়ারম্যানগণ ও স্বাস্থ্য কর্মীবৃন্দ। এসময় সভা পরিচালনা করেন সিডিসি মহাখালী ঢাকা এমডিভি কার্যক্রমের সুপারভাইজার আব্দুর সোহরাব কবীর ও সিডিসি মহাখালী ঢাকা এমডিভি কার্যক্রমের ভেটেনারী অফিসার ডাঃ মোঃ লাভলু মিয়া। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচীর আওতায় পতœীতলা উপজেলায় আগামী ৯ থেকে ১৩ই ফেব্রুয়ারী পর্যন্ত জলাতঙ্ক নির্মূলে কুকুরের গায়ে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানাগেছে।
একটি মন্তব্য পোস্ট করুন