মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে ইউপি চেয়ারম্যানের পুরস্কার ঘোষণা |
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের উদ্যোগে বিভিন্ন মোড়ে মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত চলে এই সভা। সভায় চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, বর্তমানে মাদক নামের এই সামাজিক ব্যাধি ভয়াবহ আকার ধারন করেছে। এর হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে বাঁচাতে হবে।
বক্তব্য শেষে তিনি ঘোষণা করেন কেউ যদি কোন মাদক ব্যবসায়ীকে ধরে দেয় তাহলে ১০,০০০ টাকা, আর দুইজনকে ধরে দিলে ২০,০০০ টাকা নগদ দেওয়া হবে। আমার কালিকাপুর ইউনিয়নে কোন মাদক ব্যবসা চলবেনা এবং মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে আত্মসমর্পণ করতে বলেন তিনি।
এসময় এই পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী সন্তোষ কুমার, সাধারণ সম্পাদক আক্কাস আলী কবিরাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আসাদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। মান্দা থানা এস আই আরিফ, এ এস আই ইউসুফ ও ইউনিয়ন গ্রাম পুলিশগণ।
একটি মন্তব্য পোস্ট করুন