নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের মধ্য দিয়ে ছোট যমুনাকে বাঁচাতে নদী দুষন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাগজের তৈরী হাজারো লঞ্চ, স্টিমার ও নৌকা নদীতে ভাসিয়্ েপ্রতীকি প্রতিবাদ ও মানব বন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কালীতলা মহাশ্বশান ঘাটে ছোট যমুনা নদীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা ও নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও দ্বীন আলী পিন্টু, প্রকৌশলী গুরুদাস দত্ত, নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথ ও বাপার জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বয়লারের ছাই, ময়লা আবর্জনা, বসত বাড়ীর আর্বজনা ইত্যাদি নদীটিকে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে পরিনত করেছে। নদীর পানি ব্যবহারের অনুপোযোগী করে তুলেছে। জলজ প্রানী আজ ধ্বংসের পথে। নদী তার নিজস্ব নাব্যতা হারাতে বসেছে। এসবের হাত থেকে নদীকে বাঁচাতে দলমত নির্বিশেষে এগিয়ে এগিয়ে আসার দাবী জানান।
একটি মন্তব্য পোস্ট করুন