নওগাঁর আত্রাইয়ে দুই ভুয়া এসএসসি পরিক্ষার্থী আটক

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে দলিল লেখক দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই ভুয়া এসএসসি পরিক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাউল ইসলামের অনুসন্ধানে কেন্দীয় দলিল লেখক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো পার্শ্ববর্তী বাগমারা উপজেলার ক্ষুদ্র ঝিনা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাসুদ রানা (১৮) ও একই 
উপজেলার বড় বিহানলী গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে মো: ফাইসাল আহম্মেদ (১৯)।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাইল ইসলাম জানান, উপজেলার বড়াইকুড়ি দাখিল মাদ্রাসার এসএসসি পরিক্ষার্থী হামিদুলের পরিবর্তে তার বন্ধু মাসুদ রানা ও একই মাদ্রাসার ফাইছাল আহম্মদের পরিবর্তে আব্দুর রউফ এসএসসি পরিক্ষা দিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, আটককৃত মাসুদ রানা ও ফাইসালের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget