নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই ও বীরকুৎসা ষ্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে শুক্রবার এক অজ্ঞাত নারী’র (৪৫) ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ । থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর রাতে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত ওই নারীর ছিন্নভিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগন সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেয় । পুলিশ বিকেলে গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে । শুক্রবার রাত ৭টা পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া না পাওয়ায় লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget