রিপোর্ট: ইমাম বিমান: ঝালকাঠি
জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মাওলা মাসুম শেরোয়ানীর জুতা পায়ে শহীদ
মিনারে পুস্পার্ঘ অর্পনের ছবি ভাইরাল |
ভাইরাল
হওয়া ছবিটিতে দেখা যায়, এ সময় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের দুজন সদস্য
সহ তিনজন মিলে ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে
পুস্পার্ঘ অর্পন করার সময় পায়ে জুতা পড়া অবস্থায় মিনারে পুস্পার্ঘ অর্পন
করেন| পুস্পার্ঘ অর্পনের সময়ে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে
প্রকাশ হলে চেয়ারম্যানের পাশে থাকা একজন মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে তাদের তিন
জনের এ পুস্পার্ঘ অর্পন তাও আবার জুতা পায়ে এ নিয়ে এলাকায় সমালোচনার
সৃষ্টি হয়|
সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাইরাল হয়ে
যাওয়া প্রকাশিত এ ছবিটি নিয়ে ফেইসবুক ব্যবহারকারীদের কাছে প্রশ্নের সৃষ্টি
করে তথা অনেকে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে বলেন, একজন মুক্তিযোদ্ধাকে
বাদ দিয়ে শহীদ মিনারে জুতা পায়ে পুস্পার্ঘ অর্পন করা মানে মুক্তিযোদ্ধের
চেতনাকে রিতিমত অপমান করার সামিল |
একটি মন্তব্য পোস্ট করুন