ঝালকাঠীতে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝালকাঠীতে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রিপোর্ট: ইমাম বিমান: সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী ১২টা ১ মিনিটের সময় ঝালকাঠি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. হামিদুল হক’র নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা কারাগারের পক্ষে সুপার মো, শফিউল আলম ও জেলার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ’র পক্ষে সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ),ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি,ঝালকাঠি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এলজিইডি, সড়ক বিভাগ,ঝালকাঠি সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ,  জনস্বাস্থ্য প্রকৌশল, মুক্তিযোদ্ধা সংসদ, গণপূর্ত, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ও স্বাচিপ জেলা সভাপতি, বরিশাল বিভাগীয় শিশু বিভাগের প্রধান ডাঃ অসীম সাহা, মানবাধিকার কমিশন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ অর্পন করেন।

পুস্পার্ঘ অর্পনের পর ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে জেলা তথ্য অফিসের উদ্যেগে চলচ্চিত্র প্রদর্শন এবং একই স্থানে জেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকস্বজ্জা করা হয়। এ উপলক্ষে  কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget