ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে নওগাঁয় ভাষা সংগ্রামী পরিবারের সন্মামনা সমাবেশ

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে নওগাঁয় প্রথম শহীদ মিনারে ভাষা সংগ্রামী পরিবারের সন্মামনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। গতকাল শুক্রবার বেলা ১২টায় শহরের বিএমসি সরকারী মহিলা কলেজ চত্বরে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, সাবেক অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক এমপি ওহিদুর রহমান, ভাষা সৈনিক ডাঃ আমজাদ হোসেনের পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পুত্র নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমাল, ভাষা সৈনিক আব্দুল হাই তালুকদারের পুত্র আঃ আজিজ তালুকদার, ভাষা সৈনিক তমিজ উদ্দীনের পুত্র কমরেড মহসীন রেজা, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেলসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংগঠনের পক্ষ থেকে ভাষা সৈনিক আব্দুল হাই তালুকদারকে এবং ভাষা সংগ্রামী পরিবারদের ফুলেল শুভেচ্ছা জানান ও উত্তলীয় পরিয়ে দেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget