রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে ৪নং পারইল ইউপি ছাত্রলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পারইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠনের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেব খন্দকার। উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়ির সহ-সভাপতি আল ক্বারী, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নয়ন সরদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জারজীস হাসান (মিঠু), ইউপি আ’লীগের সভাপতি আক্কেল আলী প্রমুখ। সম্মেলন শেষে মো: ওয়াসিম আকরামকে সভাপতি, শহিদ হোসেন সজিবকে সিনিয়র সহ-সভাপতি, মো: হাবিব হাসানকে সাধারন সম্পাদক ও এনামুল হক নয়নকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন