নওগাঁর মান্দায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার ৫০ হাজার টাকা উদ্ধার

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর মান্দায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে গরু ব্যবসায়ির ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকগোপাল গ্রামের জিন্দাপীর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল, মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (২২) ও আব্দুল আলিমের ছেলে আব্দুল মতিন (১৯) এবং মহাদেবপুর উপজেলার কচুকুড়ি এলাকার কানাই চন্দ্রের ছেলে জয়কুমার (২০)। ঘটনায় গরু ব্যবসায়ি কাওসার আহমেদ বাদি হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিলপার গ্রামের মৃত আব্দুল কাহারের ছেলে। দীর্ঘ ২০ বছর ধরে তার বাবা মান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারে গরু কেনার ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ী কাওসার আহমেদ জানান, গরুর দাম কমে যাওয়ার সংবাদে আমার ছোটভাই ফয়সাল আহমেদ মান্দা এলাকায় আসেন। পরবর্তীতে জাহিদ হাসান নামে এক যুবক গরু কিনে দেয়ার কথা বলে ফয়সালকে চকগোপাল গ্রামের রুবেল হোসেনের বাড়িতে থাকা- খাওয়া ব্যবস্থা করে দেন। তিনি আরও বলেন, গরুর বাজার নাগালের মধ্যে হওয়ায় ফয়সাল আমাকে এলাকায় আসতে বলেন। ভাইয়ের এই সংবাদে বৃহস্পতিবার বিকেলে আমি নওগাঁয় পৌঁছি। সেখানে জাহিদ হাসান আমাকে রিসিভ করেন ও তার সঙ্গে আমি মান্দার চকগোপাল গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। সন্ধ্যালগ্নে আমরা পায়ে হেঁটে রুবেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে জিন্দাপীর নামকস্থানে জাহিদ হাসানের সহযোগিতায় অন্যরা আমার পথরোধ করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করলেও জাহিদ ও রুবেল পালিয়ে যায়। মান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে থানার উপপরিদর্শশক আরিফুল ইসলাম ও রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget