নওগাঁয় নার্সেস পরিষদের সভাপতির হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন

নওগাঁয় নার্সেস পরিষদের সভাপতির হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সহ সম্প্রতি স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখা, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়ন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আছলাম শেখ, মনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক সমসের আলী, সুজনের ভারপ্রাপ্ত সভাপতি মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহিন মন্ডল, সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক রেজাউল ইসলামসহ প্রমূখ। বক্তারা বলেন, সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। সে তুলনায় পর্যাপ্ত জনবল ডাক্তার ও নার্স সংকট। কিন্তু সম্প্রতি (২৪/০২/১৯) স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে সদর হাসপাতাল থেকে বদলির জন্য আদেশ করা হয়েছে। তার হয়রানি মূলক বদলীর আদেশ স্থগিত এবং সদর হাসপাতালসহ বগুড়া ও জয়পুরহাট জেলার সাধারন মানুষের পাশাপাশি শ্রমিকদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget