নওগাঁ প্রতিনিধি: : নওগাঁয় জেলা জাতীয় পার্টির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ডাবপট্রি জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও জেলা শাখার সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাধারন সম্পাদক ইফতারুল ইসলামসহ জেলার ১১টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। বক্তরা সামনে উপজেলা নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই ও সংগঠনকে আরো কি ভাবে বেগমান করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করেন।
সাবেক আত্রাই উপজেলা চেয়ারম্যান শ্রী বিথীন চন্দ্র সাহ্ জাতীয় পার্টিতে যোগদান করেন। উল্লেখ্য এর আগে তিনি জাতীয় পার্টিতে ছিলেন কিন্তু পারিবারিক কারনে জাতীয় পার্টি থেকে চলে যান, এ যোগদানের মধ্যদিয়ে আগামি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও জেলা শাখার সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেনে ।
একটি মন্তব্য পোস্ট করুন