নওগাঁয় কীর্ত্তিপুর ইউনিয়নে ৩৫ জন বেকার যুবক ও ভিক্ষুকদের কর্মসংস্থানে ডিপার্টমেন্টাল ষ্টোরের উদ্ধোধন

রায়হান আলম, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নে সামাজিক কর্মসংস্থান কর্মসুচীর আওতায় ৩৫ জন বেকার যুবক ও ভিক্ষুকদের কর্মসংস্থান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নুর-উর রহমান। গত মঙ্গলবার বিকেলে কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতোয়ার হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ৩৫ জন বেকার যুবক ও ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য ডিপার্টমেন্টাল ষ্টোরের উদ্ধোধন ও মালামালসহ মুদী দোকান হস্তান্তর করেন। এতে ব্যয় হয়েছে ৭ লাখ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget