রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন সমাপনী ও সনদপত্র বিতরন |
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩দিন ব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন সমাপনী ও সনদপত্র বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটির সভাপতি এ্যঠ:ি এ,কে,এম ফজলে রাব্বী বকু। বুধবার দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, সাধারন সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর এ,কে,এম নাজমুল হক মন্টু, কমিটির সদস্য দেওয়ান আলী আকবর, বিভাষ মজুমদার গোপাল, আকলিমা খাতুন, জাহাঙ্গীর আলম, ও ইউনিট অফিসার নাজমুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ৫টি কলেজের ২৫ জন ছাত্র-ছাত্রীকে সনদপত্র বিতরন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন