মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হারেজ আলী মন্ডল ওরফে গবরা মন্ডল (৭০) নামের এক হেলপার নিহত হয়েছে। এসময় ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল চালক তোরাব আলী (২৭) গুরুত্বর আহত হয়। নিহত গবরা মন্ডল রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত তুমিজ মন্ডলের ছেলে। মটরসাইকেল চালক তোরাব আলীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তোরাব আলী রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার বান্দাইখাড়া-নওগাঁ সড়কের দুই নাম্বার সুইচ গেট নামক এলাকায়। গতকাল বুধবার দুপুরে বালু বহনের জন্য ট্রাক্টর নিয়ে রাণীনগর থেকে বান্দাইখাড়া যাওয়ার সময় বান্দাইখাড়া-নওগাঁ সড়কের দুই নাম্বার সুইচ গেট এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সামনে চলন্ত মটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পার্শ্বে পুকুরে পড়ে যায়। এসময় ট্রাক্টর চালক লাফ দিয়ে বাঁচলেও ট্রাক্টরের উপরে থাকা হেলপারসহ ট্রাক্টর পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন