সাপাহারে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান হোসেন এর মনোনয়নপত্র জমা

সাপাহারে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান হোসেন এর মনোনয়নপত্র জমা
আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান হোসেন এর মনোনয়নপত্র জমা
সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন ও তার সহ-ধর্মিনী মোসা: সুলতানা রাজিয়া পৃথক পৃথক ভাবে দু’টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় তৃনমুল নেতৃবৃন্দ ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
 
প্রকাশ থাকে যে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন এর দলীয় মনোনয়ন পাওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত আগের দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তৃণমুল পর্যায়ে ভোটের আগে ভোটের জন্য প্রস্তুত হতে হয় সম্পাদক শাহজাহান হোসেনকে। কিন্তু তৃণমুল ভোটে জয়লাভ করেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে আবারো দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল শাহ্ চৌধুরী। তৃণমুল ভোটে জয়ী হয়েও কেন তাকে মনোনয়ন দেওয়া হলনা এরকম কথা তিনি দলীয় উচ্চ পর্যায়ে করে তার কোন সদোত্তর না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে তার মনোনয় পত্র জমা দিয়েছেন। দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ হতে আলহাজ্ব শাহজাহান হোসেন ও তার স্ত্রী মোসা: সুলতানা রাজিয়া এবং জাকের পার্টি হতে মোহাম্মাদ আলী নামের এক প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী ও আশরাফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন ও আওয়ামীলীগ হতে নার্গিস সরকার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লেবেলসমূহ:
লোকেশন: Naogaon District, Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget