দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে - নওগাঁয় খাদ্যমন্ত্রী |
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে। দূর্নীতিমুক্ত না করলে দেশের উন্নয়ন ও অগ্রসর কখনও সম্ভব নয়। তিনি দূূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় জেলার সকল বিভাগে দূর্ণীতি মুক্ত করে দেশকে উন্নয়ন ও অগ্রসর করার জন্য আহবান জানান। তিনি আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র নাজমুল হক সনি, সিভিল সার্জন ডা: মোমিনুল হকসহ জেলার সকল বিভাগের কর্মকর্তা ও ১১টি উপজেলার চেয়ারম্যান ও উপজেলার নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন