নওগাঁয় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রায়হান আলম, নওগাঁ : “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির উদ্বোধন করেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমান। মঙ্গলবার সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশসাক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম আশিফ এবং পাঠক ফোরামের সদস্য প্রদীপ কুমার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের সদস্যবৃন্দরা র‌্যালীতে অংশ গ্রহন করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় সার্কিট হাউজে নওগাঁয় 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ' বাস্তবায়নে করনীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রফিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল রশীদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, মহিলা উদ্যোক্তা পারভীন আকতার প্রমুখ। বক্তরা বর্তমান সরকার গ্রামীন অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে মানুষের জীবন মান ও দেশের উন্নয়ন সাধিত হবে। সকলে সমান ভাবে উন্নয়নের সুফল পাবে। তাই পরিকল্পনাগুলো সঠিক ভাবে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
 
মতবিনিময় সভায় স্থানীয় তরুন প্রজন্ম, সমাজ কর্মী, সুধীজন ও উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget