নওগাঁর বদলগাছীতে আদিবাসি যুবকের রহস্যজনক মৃত্যু

নওগাঁর বদলগাছীতে আদিবাসি যুবকের রহস্যজনক মৃত্যু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায়ত কৃষ্ট পাহান (৩৫) নামে এক আদিবাসি দিন মজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার মথুরা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষ্ট পাহান লক্ষীরকোলা গ্রামের মৃত মঙ্গলা পাহানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অপরিচিত তিনজন লোক কৃষ্ট পাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শ্যামপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে ধান ক্ষেতে কৃষ্ট পাহানের মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
লেবেলসমূহ:
লোকেশন: Naogaon District, Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget