মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের ২০১৯ সালের বার্ষিক নির্বাচনে ১৫ সদস্যের মধ্যে সভাপতি ছাড়া বাঁকী পদগুলোতে আওয়ামীলীগ এবং বিএনপি’র প্রার্থীরা সমান সংখ্যক পদে জয়লাভ করেছে। সাধারন সম্পাদক পদসহ বিএনপি’র ৭ জন এবং ১টি সহ-সভাপতি’র পদসহ আওয়ামীলীগের ৭ জন জয়লাভ করেছেন। সভাপতি পদে ওয়ার্কার্স পার্টির প্রার্থী জয়লাভ করেছেন। গত ১৮ ফেব্রুয়ারী দিনব্যপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন কমিশনার এ্যাড. মো: আব্দুর রশিদ-১ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এ্যাড. মো: সরদার সালাহ উদ্দিন মিন্টু সভাপতি পদে জয়লাভ করেছেন। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি’র এ্যাড. মো: ইকবাল জামিল চৌধুরী) লাকী)। অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সহ-সভাপতি পদে মো: আব্দুল মোত্তালিব (বিএনপি) ও দেওয়ান ছায়ফুল বারী (আ: লীগ), সহ-সাধারন সম্পাদক(প্রশাসন) পদে এ্যাড. মো: মনসুর আলী (বিএনপি), সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) পদে মো: জহুরুল ইসলাম-১ (আ: লীগ), সহ-সাধারন সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে মো: হারুন-অর-রশিদ (বিএনপি), সদস্য-১ পদে মো: তানজিমুল হক লিংকন (আ: লীগ), সদস্য-২ পদে মো: শাহজাহান সিরাজ (আ: লীগ), সদস্য-৩ পদে মো: খায়রুল আলম বাপ্পী (বিএনপি), সদস্য-৪ পদে এ্যাড. শ্রী মুকুল চন্দ্র কবিরাজ (আ: লীগ), সদস্য-৫ পদে এ্যাড. মো: রফিকুল ইসলাম-৯ বাবু (বিএনপি), সদস্য-৬ পদে এ্যাড. দিলীপ কুমার মন্ডল (আ: লীগ), সদস্য-৭ পদে এ্যাড. মো: মোতাহার হোসেন বাদশা (আ: লীগ) এবং সদস্য-৮ পদে এস এম আব্দুর রহমান (বিএনপি)।
নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে মিন্টু সভাপতি, লাকী সাধারন সম্পাদক নির্বাচিত
লোকেশন:
Naogaon District, Bangladesh
একটি মন্তব্য পোস্ট করুন