আব্দুল মান্নান, নওগাঁ: নওগাঁয় এইচএসসি-৯৬ ব্যাচের পূর্নমিলনী ও প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের নওজোয়ান মাঠে কেক কেটে ও আতশ বাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে নওগাঁ সরকারী কলেজের এইচ এস সি-১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা।
পরে সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, এইচ এস সি-৯৬ ব্যাচের উপদেষ্টা আজগর হোসেন, সুইডেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান নোমান, অনুষ্ঠান আহ্বায়ক খন্দকার ইমরুল, আহ্বায়ক সদস্য মেহেদী হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় এইচ এস সি-৯৬ ব্যাচের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন