মহিলা ভলিবল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ |
তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় মহিলা ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পিকেএসএফ’র সহযোগীতায় এ আয়োজন করা হয়। মৌসুমীর উপদেষ্টা মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথীর বক্তব্য রাখেন মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, মৌসুমীর পরিচালক এরফান আলী, প্রধান হিসাব রক্ষক মোফাকখের আলম স্বপন,পিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু, বিদ্যালয় কমিটির সভাপতি রায়হান শামীম,আব্দুর রউফ পাভেল,রোকছানা বানু প্রমূখ। অনুষ্ঠিত খেলায় অংশ নেয় নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়,ইকরকুড়ী,সেন্ট্রাল গার্লস,চকএনায়েত,শালুকা,আল-ফারুক,মরছুল্লাহ,বোয়ালীয়া উচ্চ বিদ্যালয়। খেলায় চুরান্ত প্রতিযোগীতায় পিএম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ইকরকুড়ী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হিসেবে নির্বাচিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন