নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ফজলে রাব্বী বকু, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, নওগাঁ সদর হাসপাতালের ততা¡বধায়ক ডা: রওশন আরা খানম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, বরেন্দ্র রেডিও, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, নিরাপদ সড়ক চাই (নিস্চা), এডাব, বিদুৎ উন্নয়ন বোর্ড, নওগাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, জেলা কৃষিবিদ ইনসটিটিউশান, বিএমএ, গ্রাম থিয়েটার, গনপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল কলেজ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভাষা সৈনিক ডা: মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটি ও ভগলুর পরিবার বর্গ, শহীদ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জেলা প্রশাসন কর্তৃক পিটিাই স্কুল মাঠে আলোচনা সভা ও জেলার ৮জন ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget