৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন -খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি |
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সারা দেশে খাদ্য গুদামের ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের পরিকল্পনা আছে। ইতিমধ্যেই নওগাঁয় ৩টি খাদ্য গুদাম নির্মানের কাজ শেষ পর্যায়ে। আমরা নওগাঁতে বড় ধরনের খাদ্যগুদাম (সিএসডি) করতে যাচ্ছি। সেটা শহরের বাহিরে করার জন্য এডিপিতে অনুমোদন করেছে। সারা দেশের সকল উপজেলায় খাদ্য গুদামের (এলএসডি) জায়গা আছে সেখানেও খাদ্য গুদাম করা হবে।
তিনি আরও বলেন, যদি গমের উৎপাদন ভাল, তাহলে গম কিনব না। উৎপাদন ভাল আছে কিন্তু কৃষকরা নায্যমূল্য পাচ্ছে না তাহলে গম কিনব বলে জানান তিনি।
শনিবার দুপুরে জেলার মান্দা উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথাগুলো বলেন। পরে খাদ্যগুদাম চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা ও জেলা চালকল মালিক গ্রুপের নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে নওগাঁ এটিম মাঠে সরকারী কর্মকর্তা কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী। জেলা প্রশাসক মো. মিজানৃুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীসহ ১১টি উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন