নওগাঁ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনের রাস্তায় ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এসময় সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাবেক সভাপতি ময়নুল হক, সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক শাহজান আলী ও মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমূখ।
বক্তারা, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্তির দাবী জানান।
একটি মন্তব্য পোস্ট করুন