নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী বকু. সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএমএ, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, কার ও মাইক্রো চালক সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, কিশোর ক্লাব, চকএনায়েত উচ্চ বিদ্যালয়, চকএনায়েত যুবক সমিতি, জেলা কৃষিবিদ ইনসটিটিউশান, প্রবাহ সংসদ এবং ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পরিবার বর্গ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget