নওগাঁর আত্রাইয়ে তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি

নওগাঁর আত্রাইয়ে তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি
 তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি
নাজমুল হক নাহিদ, আত্রাই ( নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কায়দায় রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় শিমলা চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার তিনটি বিদ্যালয়ে একই কায়দায় গেটের গ্রীলের তালা ভেঙ্গে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে বিদ্যালয় রক্ষিত সাউন্ড বক্স, রাইস কুকার, রেজুলেশন খাতা, খেলাধুলার সামগ্রী, পেন ড্রাইভ, ফুটবলসহ বিভিন্ন খাতাপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজান্মেল হক জানান, আমাদের অফিসে রক্ষিত আলমিারার তালা ভেঙ্গে বেশ কয়েকটি রেজুলেশন খাতা, কাব পোষাক ইত্যাদি নিয়ে যায়।

এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা বলেন, বড় শিমলা প্রাথমিক বিদ্যালয়ের চুরি ঘটনা ঘটেছে এমন তথ্য পেয়েছি এবং থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অন্য ২টি বিদ্যালয় চুরির তথ্য আমার জানা নাই।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, বিষয়টি শুনেছি। বিদ্যালয়গুলো পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget