তালশাড়ী সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল তালশাড়ী সানরাইজ পাবলিক স্কুলের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার ১৯শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। সানরাইজ পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিম উদ্দিন গাজীর সভাপতিত্বে ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরপর ৩ বার জাতীয় সংসদের নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর বর,শার্শা উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক  ইব্রাহিম খলিল,শার্শা উপজেলার যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল ও তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম,ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের  উদ্দেশ্য বলেন খেলাধুলার পাশাপাশি শার্শা উপজেলার প্রতিটি শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে হবে এক একটি উজ্জল  নক্ষত্র। তখনই আমার এমপি হওয়া সার্থক হবে।বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, বিগত যে কোন সরকারের আমল থেকে আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। তিনি শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে সৃষ্টিশীল, আধুনিক, তথ্য প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক, সামাজিকভাবে দায়বদ্ধ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান । পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভাল ভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

এর আগে সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন এমপিসহ উপস্থিত অতিথী বৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেন।
লেবেলসমূহ:
লোকেশন: Jessore District, Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget