নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার সেই আলোচিত মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও হুইল চেয়ার বিতরন করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক তৌহিদুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পোরশা উপজেলার নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লা বিন রশিদ, পোরশা উপজেলা সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান আলী, দাতা সদস্য শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ১০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও রাজশাহী বিভাগীয় দূর্নীতি দমন কমিশনের উদ্দ্যোগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, স্কেলসহ শিক্ষা উপকরন বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন