নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১, চালক আটক

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১, চালক আটক
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় বিআরটিসি বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার কুসুম্বা  গ্রামের আবেদ আলী ছেলে সেলিম (৩৫) ও ব্যারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৪) এবং আহত রামনগর  গ্রামের শুকুর আলী ছেলে মোসলেম (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা  মটরসাইকেলযোগে রাস্তা পারাপার হচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস (কুমিল্লা-ব-১১-০০১৬) দেলুয়াবাড়ি বাজারে পেট্রল পাম্পের সামনে মটরসাইকেল আরোহীদের সাজড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও  মোসলেমকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে শফিকুল ইসলাম মারা যান। আহত মোসলেমের অবস্থ্ওা আশাংকাজনক।
এঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে।
সড়ক দূর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ওসি (তদন্ত) মাহবুব আলম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান
নওফেল আলী এবং নিয়ামতপুর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget