তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় পিকেএসএফ’র সহযোগীতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বেলা ১২টায় বদলগাছীর বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ আয়োজন করা হয়। উক্ত ভলিবল প্রতিযোগীতায় বালুভরা আর.বি, শিবপুর,বিলাসবাড়ী, কেরা, মল্লিকপুর,কার্তিকাহার, মির্জাপুর, কোলা বিজলী উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। খেলার চুরান্ত প্রতিযোগীতায় বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কোলা বিজলী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হিসেবে নির্বাচিত হয়। দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন দাবীর সাধারন পরিষদের সদস্য ও জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন,একাডেমীক সুপারভাইজার অঞ্জন কুমার কুন্ডু,সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম,দাবীর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির ফোকাল পারসন এজেএমএম আলমগীর,প্রোগ্রাম আফিসার আরিফুল ইসলাম প্রমূখ। বক্তব্য শেষে অতিথীরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন