তরিকুল ইসলাম জেন্টুনওগাঁ: নওগাঁয় প্রাথমিক ও হাইস্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ জিলা স্কুলে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করে জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যে শিক্ষকবৃন্দরা ও ছাত্ররা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজানুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার নিয়মিত পাঠদান কার্যক্রমের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। জেলার ১১টি উপজেলায় প্রাথমিক ও হাইস্কুলে এ অভিযান শুরু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন