মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে মতিউর রহমান (২৫) নামে আরেক আরোহী। শুক্রবার দুপুরে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আখেড়া মোড় এলাকার মালিহা চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেদ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম চক্কামাল গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আহত মতিউর রহমান উত্তরগ্রাম পলিপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাদেবপুর থেকে উত্তরগ্রাম যাওয়ার পথে আখেড়া মোড় এলাকার মালিহা চাউল কলের সামনে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাসেদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় মতিউর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন