মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ‘পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করুন’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর রাণীনগরে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন করা হয়েছে। রবিবার সকালে রাণীনগর থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রাণীনগর থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক পদিক্ষণ করে থানায় গিয়ে শেষে হয়। ২৭ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সচেতনতা মূলক এই সেবা প্রদান করবেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে র্যালীতে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: তারেকুর রহমানসহ রাণীনগর থানার সকল পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন