আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে ২০১৮-১৯ অর্থবছরে রবি ও খরিপ-১ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনী সরিষা ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, কালিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে।
একটি মন্তব্য পোস্ট করুন