নওগাঁয় গরীব ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ গরীব মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘প্রাক্তন ছাত্রী ফোরাম ও উম্মে কুলসুম মেমোরিয়াল’ এর সহযোগিতায় বিদ্যালয়ের হলরুমে এ উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক নীলিমা, প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক, পদ্মা, জিতু, ইলা, কেয়া, নিলুফা, আজাদি, হাসি, শাহীনা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেনীর ১৫ জন গরীব মেধাবী প্রত্যেক ছাত্রীকে ১ হাজার টাকা করে সেশন ফি, খাতা, কলম, পেন্সিল ও ক্যালকুলেটরসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাবির্ক সহযোগীতা করেছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রবাসী নাফিসা নূর সাথী ও তানজিনা শিরিন তনু। এছাড়া প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে প্রায় ৫০ টি ডাস্টবিন বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget