সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সেলিমকে গণ সংবর্ধনা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ছলিম উদ্দীন তরফদার সেলিমকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়। নওগাঁ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদনের সঞ্চালনায় আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহাদেবপুর প্রেস ক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বর্ণের নৌকা, ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করে। এর পূর্বে এমপি সেলিম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget