মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ২০ পিচ ইয়াবাসহ মকবুল হোসেন (৩৮) নামে এক কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা সদরের গরুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মকবুল হোসেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মকবুল হোসেনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন