বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবায়িত, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন - খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বাবুল আকতার,সাপাহার(নওগাঁ): নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল এ দেশ হবে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, জাতীর জনকের যোগ্য কন্যা জন নেত্রী শেখ হাসিনা তার বাবার সে স্বপ্ন আজ বাস্তবায়ন করেছে। বাংলাদেশ আজ ক্ষুধা মুক্ত দেশে পরিনত হয়েছে। খাদ্যের জন্য বাংলাদেশকে আজ অন্যের দুয়ারে হাত পাততে হয়না। আমরা এখন খাদ্যে স্বংয়সম্পন্ন দেশে বসবাস করছি। ভবিষ্যতে দেশের খাদ্যের সম্পুর্ন চাহিদা পূরণ করে বিদেশে খাদ্যশস্য রপ্তানী করব ইনশাআল্লাহ। দেশে অন্যান্য সরকারের শাসনামলে এক বস্তা সারের জন্য কৃষককে বন্দুকের গুলি খেতে হয়েছিল আর বিগত ১০বছর ও এখন সারের বস্তা প্রতিটি কৃষকের পিছনে পিছনে ঘুরছে। সকল রকম শস্য চাষাবাদে প্রয়োজনীয় সার বীজ পেয়ে বাংলার কৃষক আজ মনের আনন্দে তার জমিতে চাষাবাদ করে টনে টনে খাদ্যশস্য উৎপাদন করছে। আগামীতে কৃষকের জন্য আরো নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় নওগাঁ জেলার সাপাহার উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কলে তিনি এ কথাগুলি বলেন। সদরের জিরে পয়েন্টে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শ্হা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাজেদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ফজলু, আইহাই ইউয়িন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। এলাকার ভোটাররা তাঁকে ভোট দিয়ে আবারো এমপি নির্বাচিত করায়  ও সর্বস্তরের জনসাধারণের গন সংবর্ধনায় সিক্ত হয়ে প্রধান অতিথি নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুুর) উপজেলার সর্বস্তরের জনগন এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন করেন।
এর আগে প্রধান অতিথি দুপুরে উপজেলায় প্রবেশ কালে সাপাহার উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget