নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই হাতে তুলে দিয়ে এ উপজেলায় বই বিতরণ উৎসব শুরু হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্বে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত কল্লোল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা মাহফুজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার,প্রধান শিক্ষক মতলেবুর রহমান,প্রধান শিক্ষক আকতার বানু প্রমুখ। অপর দিকে উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ করা হয়। পরে মাধ্যমিক,প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget