নওগাঁ সাপাহারে ৩টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! ৭৫ হাজার টাকা জরিমানা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে কর্তব্যরত চিকিৎসক ও নার্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে নোংরা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ৩ টি ক্লিনিকের ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্যাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সদরের নতুন বাস ষ্ট্যান্ড আনিছুর মঞ্জিলে স্থাপিত সাথী সেবা ক্লিনিকে কর্তবরত চিকিৎসক-নার্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর  হাসপাতাল রোডে অবস্থিত শাওন ডায়াগনিষ্টিক সেন্টারে ২০ হাজার ও দি পপুলার ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী মাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী'র নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সাপাহারে সঠিক স্বাস্থ্য-সেবা পৌছে দেওয়ার লক্ষে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে বলেও সবুর আলী জানান। এ অভিযানে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget