নওগাঁ বদলগাছীতে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার পর সহকারী পুলিশ সুপার (বদলগাছী-মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে বাবা ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গাবনা গ্রামে নিজ শয়ন থেকে লাশ উদ্ধার করা হয়। হাফিজুল ইসলাম ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম ছিলেন উচ্ছশৃঙ্খল প্রকৃতির। তার একাধিক স্ত্রী এবং থানায় একাধিক মামলা ছিল। গভীর রাতে হাফিজুল ইসলামের ঘর থেকে গোঙ্গানীর শব্দ পাওয়া যায়। এরপর তার মা হালিমা বেগম ও বাবা আব্দুল জলিল ঘরের দরজা খুলে দেখেন মেঝেতে হাফিজুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে থানা নেয়া হয়। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্বে হাফিজুল ইসলামকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বাবা আব্দুল জলিল এবং দুইভাই সুরুজ হোসেন ও চাঁন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget