রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: ভারতের 'কোচবিহার লিটলম্যাগাজিন মেলা ২০১৯' এ অংশ নিচ্ছে কবি-সংগঠক সরোজ দেব সম্পাদিত লিটলম্যাগাজিন 'শব্দ' এবং কবি-গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুক সম্পাদিত 'অন্যথা'।
মেলায় শব্দ ও অন্যথা লিটলম্যাগাজিন দু'টি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোর্ষা সাহিত্য সংস্থার উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি। সরোজ দেবের সম্পাদনায় গত ৪৭ বছর ধরে গাইবান্ধা থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে লিটলম্যাগাজিন শব্দ এবং নওগাঁ থেকে মাহফুজ ফারুকের সম্পাদনায় ৫ বছর ধরে প্রকাশ হচ্ছে অন্যথা।
তিন দিন ব্যাপী এ লিটল ম্যাগাজিন মেলায় শব্দ ও অন্যথা'র স্টলে বাংলাদেশের অন্য লিটলম্যাগজিনও পাওয়া যাবে। মেলায় যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতের কোচবিহারের উদ্যেশ্যে গাইবান্ধা ছেড়েছেন কবি সরোজ দেব ও কবি মাহফুজ ফারুক। সাথে রয়েছেন নাট্যাভিনেতা ফারুক শিয়ার চিনু।
মেলায় শব্দ ও অন্যথা লিটলম্যাগাজিন দু'টি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোর্ষা সাহিত্য সংস্থার উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি। সরোজ দেবের সম্পাদনায় গত ৪৭ বছর ধরে গাইবান্ধা থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে লিটলম্যাগাজিন শব্দ এবং নওগাঁ থেকে মাহফুজ ফারুকের সম্পাদনায় ৫ বছর ধরে প্রকাশ হচ্ছে অন্যথা।
তিন দিন ব্যাপী এ লিটল ম্যাগাজিন মেলায় শব্দ ও অন্যথা'র স্টলে বাংলাদেশের অন্য লিটলম্যাগজিনও পাওয়া যাবে। মেলায় যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতের কোচবিহারের উদ্যেশ্যে গাইবান্ধা ছেড়েছেন কবি সরোজ দেব ও কবি মাহফুজ ফারুক। সাথে রয়েছেন নাট্যাভিনেতা ফারুক শিয়ার চিনু।
একটি মন্তব্য পোস্ট করুন